iPhone 14 তে Siri ফুল স্ক্রিন করবেন যেভাবে
যারা iOS ব্যবকারীগণ রয়েছেন, তারা অবশ্যই অবগত আছেন যে, iOS 14 ও তার পরবর্তী
সংস্করণ গুলো থেকে আপনার স্মার্ট সহকারী Siri স্ক্রিনের নিচে একটা ছোট্ট
বাটন হিসেবে অবস্থান করে। কিন্তু অধিকাংশ মানুষ সংস্কারের আগের ইন্টারফেসটি বেশি
পছন্দ করে থাকেন।
যদি আপনি চান,আগের মতো সম্পূর্ণ স্ক্রিন জুড়ে সিরি বাটন টি আপনার স্মার্ট ফোন
স্ক্রিনে দেখাতে তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্যেই। তাহলে চলুন দেখে
নেওয়া যাক iphone 14 তে Siri ফুল স্ক্রিন করবেন যেভাবে। সম্পূর্ণ আর্টিকেল টি
জুড়ে থাকবেন। আশা করছি, আমাদের আর্টিকেলটি পড়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট হবে
না।
পেজ সূচিপত্রঃ iPhone 14 তে Siri ফুল স্ক্রিন করবেন যেভাবে
- Siri মূলত কি?
- Siri কিভাবে কাজ করে থাকে?
- Siri মূলত কি কি করতে পারে?
- iPhone 14 তে Siri ফুল স্ক্রিন করবেন যেভাবে
- কিভাবে Siri ব্যাবহার করতে হয়
- Siri গোপনীয়তা
- শেষ কথা
Siri মূলত কি?
সাধারণত এন্ড্রয়েড ফোনে যেমন, (গুগল অ্যাসিস্ট্যান্ট) ডিজিটাল সহকারি হিসেবে
আপনাকে বিভিন্ন প্রশ্নোত্তর, ফোন কল করা, বিভিন্ন অ্যাপ ওপেন বা এলার্ম সেট করা
ইত্যাদি কাজে সাহায্য করে থাকে। ঠিক তেমনভাবেই iOS ডিভাইস গুলো যেমন,
আইফোন, আইপ্যাড, ম্যাক কম্পিউটার ইতাদি এগুলোতে ডিজিটাল সহকারী হিসেবে সিরি
(Siri) ব্যবহার করা হয়। এটিও গুগল অ্যাসিস্ট্যান্ট(Google Assistant) এর
মতো কাজ করে থাকে অনুরূপভাবে।
এই ডিজিটাল সহকারী Siri যেমন স্মার্টলি কাজ করে থাকে, তেমনি এটি শ্রুম ও সময়
সাশ্রয়ী। যা আমাদের গতানুগতিক জীবনকে দিচ্ছে এক দূরন্ত উদ্দীপনা। ডিজিটাল
প্রযুক্তির এই যুগে দিন দিন ডিজিটাল হছে মানুষ সাথে হছে টেকনোলজিও। তার ফলস্বরুপ,
আমাদের প্রাত্যহিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।
Siri কিভাবে কাজ করে থাকে?
iOS ডিজিটাল সহকারী সিরি (Siri) আপনার কথা প্রথমত ভয়েস রেকর্ড করে,পরবর্তী তে সেই
শব্দ কোডে রূপান্তরিত করে সেটার প্যাটার্ন এবং কিওয়ার্ড শনাক্ত করে থাকে এবং
আপনার কাংক্ষিত ফলাফল টি ব্যাখ্যা করার জন্যে অ্যালগরিদম ব্যবহার করে থাকে।
অর্থাৎ, AI (Artificial Intelligence) এর মাধ্যমে আপনার ফোন বা অনলাইন সার্ভার
থেকে কাংক্ষিত তথ্যটি সংগ্রহ করে দেয়, এর সবকিছুই একদম চোখের পলকেই করে ফেলে তাও
আবার খুব নিখুঁতভাবে।
আরোও পড়ুনঃ
Siri মূলত কি কি করতে পারে?
Siri মূলত প্রত্যহিক জীবনে অনেক কাজেই আসে তারমধ্যে উল্ল্যেখযোগ্য
- ফোনকল বা মেসেজ এটি আপনার কমান্ড দেওয়ার সাথে সাথেই আপনার কাংক্ষিত ব্যক্তির কাছে ফোনকল বা মেসেজ করে দিতে সক্ষম।
- আপনার সময়সূচী নির্ধারণে আপনি চাইলে মুখে বলেই আপনার নির্ধারিত সময়ে এলার্ম সেট করতে পারেন অথবা, আপনার নির্ধারিত তারিখ ক্যালেন্ডার এ সেট কিরতে পারেন পরবর্তীতে সেটা আপনাকে আপনার স্মার্টফোনটি জানিয়ে দিবে।
- স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ আপনি চাইলে আপনার মুখের কথায় আপনার বাসা বাড়ির টিভি, ফ্যান,এসি ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারেন Siri মাধ্যমে।
- দিকনির্দেশনায় আপনি চাইলে মুখে বলে ভ্রমণের সময় দিক নির্দেশনা নিতে পারেন এর সাহায্যে।
- ছবি তোলা আপনি মুখে বলেই আপনার ডিভাইসটি দিয়ে ছবি তুলে পারেন মুখে বলেই।
- গান বাজানো গান বাজাতে পারেন ফোন না ছুয়েঁই।
- আবহাওয়া জানতে আবহাওয়ার প্রতি মুহূর্তের খবর জানতে।
- দর্শনীয় স্থান খুঁজে পেতে আপনার আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থান,হোটেল,রেস্টুরেন্ট ইতাদি খুঁযে পেতে।
- ডিভাইস সেটিংস আপনার ডিভাইস এর ভলিউম ব্রাইটনেস ইতাদি পরিচালনায়
এ ছাড়াও নানা কাজে Siri আমাদের সময় ও শ্রম কে বাচায় স্মার্টলি কাজ করে।
iPhone 14 তে Siri ফুল স্ক্রিন করবেন যেভাবে
iPhone 14 তে Siri ফুল স্ক্রিন করবেন যেভাবে এটা নিয়েই মূলত আমাদের প্রতিবেদনটি।
আপনারা যারা iOS 14 ও তার পরের পরের সিরিজের ডিভাইসগুলোতে Siri ফুল স্ক্রিন করতে
চান তারা নিম্নোক্ত ৪ ধাপে iphone 14 তে Siri ফুল স্ক্রিন করতে পারবেন
2. এবার Accessibility অপশনে ট্যাপ করুন।
3. এবার একটু নিচে স্ক্রল করে এসে Siri বাটনে ট্যাপ করুন।
4. শেষ ধাপ. এবার Show Apps Behind Siri পাশের সুইচটি অফ করে দিন।
ব্যাস, হয়ে গেল। এখন থেকে iOS ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে দিবে যাতে করে আপনার পুরো
মনোযোগ Siri বাটনের উপরে পড়ে। এতএব, iPhone 14 তে Siri ফুল স্ক্রিন করবেন
যেভাবে সেটা বুঝতে পেরেছেন আশা করি।
কিভাবে Siri ব্যবহার করতে হয়
iPhone 14 তে siri ফুল স্ক্রিন করবেন যেভাবে সেটা শিখলেন এবার কিভাবে এর ব্যবহার
করবেন তা নিম্নে পয়েন্ট আকারে বলা হলো
- আপনার iOS ডিভাইসের হোম বাটন টি চেপে ধরে রাখুন তাহলেই Siri বাটন আসবে।
- এরপর "Hey, Siri" বলে ওপেন করুন।
- যদি আপনি হেডফোন ব্যবহার করে তাহলে হেডফোনে সংযুক্ত থাকা বাটন টি চেপে ধরে রাখলেই Siri অন হয়ে যাবে।
Siri গোপনীয়তা
iPhone 14 তে Siri ফুল স্ক্রিন করবেন যেভাবে সেটা তো জানতে পারলেন এবার এর
গোপনীয়তা জানা যাক। যেহেতু, এটা অ্যাপল কোম্পানী, তাই গোপনীয়তার দিক থেকে একেবারে
নিশ্চিত থাকতে পারেন৷ কেননা Siri কে মূলত iOS ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখার
জন্য তৈরি করা হয়েছে। Siri ব্যবহারকারীদের অনুরোধ ট্র্যাক করতে অ্যাপল আইডি
ব্যবহার না করে র্যান্ডম আইডেন্টিফায়ার ব্যবহার করে থাকে। এমনকি, iOS
ব্যবহারকারী যদি চাই তবে, ব্যবহারকারীর অডিও ক্লিপ ও সিরি সংরক্ষণ করে না। তাই
গোপনীয়তার দিক থেকে নিশ্চিত থাকতে পারেন।
শেষ কথা
তাহলে iPhone 14 তে Siri ফুল স্ক্রিন করবেন যেভাবে সকল তথ্যানুসারে বুঝতেই
পারলেন Siri বাটন মুলত কি, কিভাবে এতি কাজ করে থাকে। এবং কিভাবে iPhone 14 তে
Siri ফুল স্ক্রিন করবেন সেটা সুন্দর ভাবেই বুঝাতে পেরেছি আশাবাদী। আমাদের
আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান জানিয়ে আমাদের উৎসাহিত করবেন
এবং কাছের মানুষদের সাথে শেয়ার করবেন। আমাদের অন্যান্য আর্টিকেল গুলো পড়ার অনুরোধ
রইল। ধন্যবাদ।
অর্কিড আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url