কিভাবে ঘরোয়া ৫টি উপায়ে গাল ভর্তি দাড়ি গজাবেন
আপনার বয়স কি ১৫-২৫ বছরের মধ্যে? আপনি কি গাল ভর্তি চাচ্ছেন? অল্প পরিমাণে দাড়িগজালেও গোঁফের আশেপাশে যুক্ত না হয়ে মাঝে ফাকা থাকে? তাহলে জেনে নিন কিভাবে ঘরোয়া ৫টি উপায়ে গাল ভর্তি দাড়ি গজাবেন।
- প্রতিদিন অন্তত ৭-৮ ঘন্টা ঘুমাতে হবে। কারণ আমাদের ঘুমের সময় আমাদের ত্বকের মৃত সেল গুলো আবার পুণরায় গঠিত হয়।
- প্রতিদিন অন্তত ২-৩ বার হাল্কা গরম পানি দিয়ে মুখ ধোয়া ।
- যেখানে দাড়ি পাতলা সেখানে পেঁয়াজের রস ব্যবহার করা। কারণ পেঁইয়াজের রসে রয়েছে সালফার।
- আমলকির তেল ব্যবহার করা গালে। ১৫-২০ ত্বকে ম্যাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- প্রতিদিনের খাবের তালিকায় আপনাকে ভিটামিন-ই,ভিটামিন-সি যুক্ত খাবার গ্রহন করতে হবে।
অর্কিড আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url